জামিল আহমদ 31 March, 2023 04:01 PM
জেনে রাখা ভালো-
‘রোযা’ একটি ফারসি শব্দ যার আরবি প্রতিশব্দ হলো ‘সাউম’ বা ‘সাওম’, এর অর্থ হলো সংযম। রোজা পালন বা সিয়াম হলো ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির একটি।
করবো-
বৈধ পথে উপার্জন
ছাড়বো-
মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা
মাসআলা-
যদি রোজাদারের গোসলের সময় অথবা বৃষ্টিতে ভেজার সময় কানের মধ্যে অনিচ্ছায় পানি চলে যায়, তাহলে সর্বসম্মতিক্রমে রোজা নষ্ট হবে না। ফাতহুল কাদির : ২/৩৪৭
ভুল ধারণা-
রোযা রেখে কাউকে রক্ত দেওয়া যাবে, তদ্রূপ প্রয়োজন হলে নিজের শরীরে রোজা অবস্থায়ও রক্ত ঢুকানো যাবে।
আমল-
পবিত্র কুরআনুল কারীমের ৮ম পারা তেলাওয়াত।
(প্রতি নামাজের আগে ও পরে ২ পৃষ্ঠা করে পড়লে সহজেই এক পারা হয়ে যাবে)
সুসংবাদ-
‘রমযান মাসের শুভাগমন উপলক্ষে জান্নাতের দরজাসমুহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানকে শৃংখলাবদ্ধ করা হয়।’ -সহীহ বুখারী, হাদীস ১৮৯৯; সহীহ মুসলিম, হাদীস ১০৭৯/১
উপকারিতা-
রোযায় দিনের বেশীরভাগ সময় খাবার গ্রহণ না করার কারণে আমাদের শরীরের লিভার, পাকস্থলী এবং অন্যান্য অঙ্গ বিশ্রাম পায়। এতে করে অঙ্গ প্রতঙ্গের কার্যকারিতা বৃদ্ধি পায়, পরিপাকতন্ত্র পরিস্কার হয়, রক্ত সঞ্চালনের উন্নতি ঘটে।
ইফতারপূর্ব দুআ-
ইয়া ওয়াসিয়াল ফাযলি ইগফিরলি।